বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মো তাহিম বাদশা লেখেছেন বাংলাদেশর অতীত ও বর্তমান নিয়ে কিছু কথা
১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর , আর সব দিনের মতই প্রথম প্রহরে সূর্য উঠেছিল পূর্ব আকাশে শীতের কুয়াশার চাদর ভেদ করে । কিন্তু সেই সূর্য সেদিন ছিল একেবারেই নতুন একটি জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার প্রতিচ্ছবি । উদয় হল পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশের উম্মোচন, বাঙালি জাতির বিজয় ।৩০ লক্ষ্য শহীদের জ্বলন্ত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। পবিত্র করা হয়েছে হাজার বছর ধরে শোষিত বাংলার জমিন আমাদের বাংলাদেশ, যে মাটি কলঙ্কিত ছিল কখনো আর্যরা, কখনো তুর্কি, কখণো মোঘলেরা, কখনো পর্তুগীজ দস্যুরা, কখনো ইউরোপীয় বনিক গোষ্ঠী ব্যবসার নামে এসে শোষণ, কখনো বিট্রিশরা শোষণ করেছে বাংলা ও বাঙালীকে । ১৯৪৭ এ ব্রিটিশরা ভারত বর্ষ ছেড়ে চলে যাবার পরে শুরু হয় বর্বর জাতি পাকিস্থানীদের শাসন ও শোষণ । শুরু হলো বাংলার মাটিতে বাঙালি জাতির উপরে নিপেরণ, নিহরন, অমানুষিক অত্যাচার। শুরু হলো ৭১ এর নির্যাতীত বাঙালির জাতির আন্দোলন, রাজপথ হলো সংগ্রামের উচ্চ ধ্বনিতে সিহর। সংগ্রাম রুখতে শুরু করলো নিকৃষ্ট পাকিস্তান নির্মম হত্যার পরিহাস এই বাঙলার জমিনে , উদয় হলো বাঙালির প্রাণের স্বাধীনতা অর্জনের সশস্ত্র সংগ্রাম, সমগ্র বাংলার মাটিতে একতা। বাঙালির প্রাণের বিনিময়ে পরাজিত হতে থাকে কালো নরপিচাশ এর পাকহানাদার বাহিনী। ৭১ ১৬ ই ডিসেম্বর অর্জিত হয় বাঙালির মহান বিজয়।
আজ পার হইয়ে গেলো অনেকটা সময় । ১৯৭১ থেকে আজ ২০১৯ , ৪৮ বছর পূর্তি হতে যাচ্ছে স্বাধীনতার। কিন্তু বাংলার মাটি এখনো কলঙ্কিত যুদ্ধপরাীদের দ্বারা, দুর্নীতির দ্বারা, ন্যায় বিচারের অভাব দ্বারা, সুশাসনের অভাব দ্বারা, বাংলার সংস্কৃতি ধংশকারী দ্বারা। এখনো হয়নি এই বাঙলার মাটি পবিত্র, স্বাধীনতা বিরোধীরারা এখনো রয়েগেছেন ছদ্মবেশী হয়ে সকল অনৈতিক কার্যক্রমের অন্তরালে । এরা এখনো চালাচ্ছে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের উপর শোষণ, করছে বাংলার মাটিকে ক্ষুণ্ণ।
আজ আমার ভুলে গেছি শহীদের আত্মত্যাগের কথা। আজ আমরা ভুলে গেছি ৭১ এর মা বোনের বিসর্জনের কথা। আজ আমরা দেশর নীতিকে করেছি দুর্নীতিতে রূপান্তর। বিসর্জন দিয়ে সুশিক্ষা , করেছি অর্জন অশিক্ষা। আমরা ভুলে গেছি, স্কুল জীবনের শপথ পাঠ। সরকারী কর্মস্থল হয়ছে দুর্নীতির পরায়ন।
"মাতৃভূমি তুমি ক্ষমা করো আমায়
অর্জিত স্বাধীনতাকে আমি করেছি ক্ষত!
মাতৃভূমি তুমি ক্ষমা করো আমায়
এই ব্যার্থ জীবনের বিনিময়।
তুমি ক্ষমা করো আমায় ,হে মোর স্বাধীনভূমি।"
মন্তব্যসমূহ