চরণ কবিতা "দেখো আকাশে চাঁদ উঠেছে" , লেখক মোঃ তাহিম বাদশা


দেখো আকাশে চাঁদ উঠেছে
     মোঃ তাহিম বাদশা


এই দেখছো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে দেখো।

আমি কি একা দেখবো তুমি সহ দেখো কত সুন্দর চাঁদ উঠেছে মন চাই এই মুগ্ধময় মুহুত সঙ্গে সারা জীবন থাকি।

এই দেখো এত সুন্দর চাঁদ তুমি কি থাকবে সারা জীবন আমার সঙ্গে এইভাবে।

এই দেখো কত সুন্দর চাঁদ উঠেছে চলো না আজ চন্দ্র ভ্রমণে যায়।

এই চন্দ্র ক্ষণে আমার কি ইচ্ছা করে জানো? কি?
দুইজন দুইজনাকে জড়িয়ে ধরে অজানা স্বপ্নের কথা বলি।
না বলা কথা গুলো বলি,
হ্যাঁ আমার তাই ইচ্ছা করে, আর কি চাও ( গায়বি শব্দ) ।

আরো ইচ্ছা আছে এই চন্দ্র ক্ষণে তোমার হাত ধরে দীর্ঘক্ষণ না বলা কথাগুলো বলি।

বাবু তুমি কার সাথে কথা বলছো (বড় ভাই)?!
আপনাদের বউয়ের সাথে।

( বড় ভাই) কই এখানে তো কেউ নেই!
আহ্ বউ মারা যাওয়ার পর থেকে ছেলে টা কেমন যানি হয়ে গেছে।

আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছেড়ে চলে গেছে।

কথা ছিল মরলে একসঙ্গে মরবো বাঁচলে এক সাথে।
তাহলে তুমি কেন আগে চলে গেলে?! আমাকে কেন সঙ্গে করে নিয়ে গেলে না?! তুমি জানো না তোমার ছাড়া আমার থাকতে কষ্ট হয়।

https://www.MrtTahimHabib.com

মন্তব্যসমূহ