কবিতা তুমি, লেখেছেন মোঃ তাহিম বাদশা

               তুমি
  মোঃ তাহিম বাদশা

স্মৃতির পাতায় রয়েছো, রয়েছে হৃদয়ে

স্বপন দেখি তোমায় নিয়ে তুমি তা জানো।

দেখি তোমার হাসিমাখা মুখ কি অপরূপ লাগে তোমার হাসি।

মন চাই ডুবে থাকি।

তুমি যখন মন খারাপ করো যানি না কেন আমার ও মন খারাপ হয়ে যায়। তবে এটাইকে বলে ভালোবাসা।

তোমার তুই থেকে তুমি টাই বেশি মধুর লাগে।

তোমায় যখন দেখি লাগে রাণী অরুণ দতী, স্বপনবতী, হৃদয় ক্ষীথি, ম্মহথি মায়াবতী,

মন্তব্যসমূহ