N J N!N S J/মনের রাণী
মনে মনে ছিলে তুমি, হৃদয়ে তুললে দুলা।
আকাশ পথে হত দেখা অসময়ের বেলা।
চোখে চোখে হত কথা বলার নাহি বাকি,
স্বপ্নে আমি অবুল তাবুল বকি।
স্বপনের কথা দূরে রাখি বাস্তবতা বলি।
তুমি আছো হৃদয়ের মধ্যে,থাকবে জম্মম ভরি।
তুমি এমন তুমি অমন তোমাকে নিয়ে হয় যেন মরণ।
তুমি ভিন্ন তুমি অন্ন্য তুমিই বরণ্য প্রিয় মন।
স্বপনে সন্ধিক্ষণে প্রতিবার হয় দেখা তোমারি সনে বস্ততু লক্ষে নয়োপূর্ণত।
আমি তাহিম তোমারি কাঙ্গাল ভিন্নক্ষনে করিও প্রিয় তোমার আপন।
মোঃ তাহিম বাদশা
মনে মনে ছিলে তুমি, হৃদয়ে তুললে দুলা।
আকাশ পথে হত দেখা অসময়ের বেলা।
চোখে চোখে হত কথা বলার নাহি বাকি,
স্বপ্নে আমি অবুল তাবুল বকি।
স্বপনের কথা দূরে রাখি বাস্তবতা বলি।
তুমি আছো হৃদয়ের মধ্যে,থাকবে জম্মম ভরি।
তুমি এমন তুমি অমন তোমাকে নিয়ে হয় যেন মরণ।
তুমি ভিন্ন তুমি অন্ন্য তুমিই বরণ্য প্রিয় মন।
স্বপনে সন্ধিক্ষণে প্রতিবার হয় দেখা তোমারি সনে বস্ততু লক্ষে নয়োপূর্ণত।
আমি তাহিম তোমারি কাঙ্গাল ভিন্নক্ষনে করিও প্রিয় তোমার আপন।
মন্তব্যসমূহ