কূটকৃতির মন
মোঃ তাহিম বাদশা
নিষ্ঠুর এই ত্রিভুবন লোকমন,
বিষ্কাত তার কহন।
মুই স্বার্থে পরিবিষ্ট,
নষ্ট তার মন।
কহনে তার স্বার্থশিদ্ধ,
একে অন্যর বিরোধচরণ।
মুই স্বার্থে পরিবদ্ধ,
নাইগো তার পরো কল্যাণ।
ত্রিভুবন মোর শেষ সহরুপ,
বরে না তোর কূটকৃতির মন।
কূটকৃতি তুই বড় নিষ্ঠুর,
করলি তুই একি,
শেষ মোর প্রিয় মন।
কৃটকৃতি পায় যদি তোর সাক্ষাৎ,
নিস্তান হবে না তোর অজুহাত।
মোঃ তাহিম বাদশা
![]() |
নিরবতার বহি-প্রকাশ (গুলিয়াখালী, সীতাকুণ্ড চট্টগ্রাম) |
নিষ্ঠুর এই ত্রিভুবন লোকমন,
বিষ্কাত তার কহন।
মুই স্বার্থে পরিবিষ্ট,
নষ্ট তার মন।
কহনে তার স্বার্থশিদ্ধ,
একে অন্যর বিরোধচরণ।
মুই স্বার্থে পরিবদ্ধ,
নাইগো তার পরো কল্যাণ।
ত্রিভুবন মোর শেষ সহরুপ,
বরে না তোর কূটকৃতির মন।
কূটকৃতি তুই বড় নিষ্ঠুর,
করলি তুই একি,
শেষ মোর প্রিয় মন।
কৃটকৃতি পায় যদি তোর সাক্ষাৎ,
নিস্তান হবে না তোর অজুহাত।
মন্তব্যসমূহ