কবিতা "তুমি আমার " মোঃ তাহিম বাদশা

                    তুমি আমার

                    মোঃ তাহিম বাদশা 

আজ যদি থাকিতে সঙ্গে তবে বুঝিতে আমি কেমন মানুষ।

লোকো কহন কানে লইয়া লাগিতে পারে তিতা তবে আমি মধুময় বলা নয়তো মিথা।

স্বপনে আমি দেখি তোমায় দেখি হাসি ভরা মুক্ত ভালোবাসার তিত্ত আছে হৃদয় ভরা আতুত্ত।

এখন বারে বারে বলে, বলে মনে মনে তুমি আমার।
তুমি নউতো ভ্রমন শ্রেষ্ঠ তবে তুমি আমার।

তুমি নউতো পরিবিষ্ঠ তবে তুমি আমার।

তুমি নউতো কষ্ঠিকাঠি তবে তুমি আমার।

তুমি যদি ও হউ ক্ষত তবুও তুমি আমার ।

জম্মজম্মাত থেকো আমার। ভালোবাসা নিও প্রিয়।

মন্তব্যসমূহ