কবিতা "মহত্ত্ব আলো" লেখক মোঃ তাহিম বাদশা

           মহত্ত্ব আলো
       মোঃ তাহিম বাদশা
সাধনা,, ইউগা,, মনো চর্চা

পূর্ব আকাশে চাঁদ উঠেছে হৃদয়ে আমার বয়েছে মুহাব্বদ।

অন্ধন বহুল হয়লো উজ্জ্বল খয়েরী আমি তুমি মহত্ত্ব।
তুমি সঙ্গে মনের ভঙ্গে জাগিল অন্ধন।


অন্ধন হইতে জীবন আলোক রাশি আলোকিত জীবন।
এই ক্ষণে জড়িয়ে তুমি ভাবি আমি, সুন্দর তুমি।

লক্ষ আলো, তুমি মহত্ত্ব, মহত্ত্ব তোমার আলো, মানবকূলে তাই যেন লাগে ভালো।

এসো এসো দিয়ে যাউ তোমার আলো, মহত্ত্ব হোক এই মহাকূল্ল।




মন্তব্যসমূহ