১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা "ভালোবাসা পাপ নয়"

ভালোবাসা পাপ নয়

১০ মিনিটের আবেগ মাগো
৫ মিনিটের সুখ
কে তুমি মা দেখতে দিলানা
এই পৃথীবির মোখ😭😭

জোর করে তো আসি নিকো
তর শরীলে আমি
পৃথিবীতে নাকি সন্তান হয়
মায়ের কাছে দামি🤭🤭

তবে কেনো সুখের ভুলে
আমায় পেটে নিলা🤰🤰
সুখের সেষে কেটে ছিড়ে
আমায় ফেলে দিলা🤦‍♀🤦‍♀

একদিন তুমি আমার কাছে
আসবে ঠিকি মাগো
কি বলবা খোদার কাছে
থিক করে রাখো 🙆🙆

আমি তো মা বেচে গেছি
বেচে গেলো মান
নয়তো সবাই বলতো মোরে
অবৈধ সন্তান 👏👏👏

একটু অবৈধ সুখ পেতে
আমায় পেতে নিলে
কলল্কের ভয়ে আবার
আমায় ছুড়ে ফেলে দিলে 🙏🙏

তোমার মাও করতো যুদি
তোমার সাথে এমন
বুজতে মাগো সে দিন তুমি
মৃত্যুর যন্তনা কেমন
😭😭😭😭😭😭😭😭😭😭

ভালোবাসা পাপ নয়

তবে এমন ভালোবাসা করারও দরকার নাই

মন্তব্যসমূহ