Mrt Tahim Habib

6


<h1>Mrt Tahim habib</h1>


এসছি স্বাগৌরবে যাবো স্বাগৌরবে!
মধ্যে খানের সময় টুকু স্মৃতি হয়ে রবে।
যখনি পড়িবে মনে
নয়ন দারে জলস্রোত রব

তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসতে হবে এই রকম কোন ইচ্ছা আমার নেই
কারণ কোন এক মহেশী বলেছেন। ভালোবাসায় কোন আশা রাখতে নেই তা-না হলে জীবনের বিশেষ মুহূর্তে কষ্ট পেতে হয়
স্মৃতির পাতায় রয়েছো, রয়েছে হৃদয়ে
স্বপন দেখি তোমায় নিয়ে তুমি তা জানো।
দেখি তোমার হাসিমাখা মুখ কি অপরূপ লাগে তোমার হাসি।
মন চাই ডুবে থাকি।
তুমি যখন মন খারাপ করো যানি না কেন আমার ও মন খারাপ হয়ে যায়। তবে এটাইকে বলে ভালোবাসা।
তোমার তুই থেকে তুমি টাই বেশি মধুর লাগে।
তোমায় যখন দেখি লাগে রাণী অরুণ দতী, স্বপনবতী, হৃদয় ক্ষীথি, ম্মহথি মায়াবতী

আমি মৃত্যু ক্ষণে তোকে মনে রাখাতে চাই
কারণ ভালোবাসি তোকে।

মন্তব্যসমূহ