Travel TOUR

সময় কাটানুর জন্য ফারফেক্ট- January 13, 20



ভাটিয়ারীর পাহাড়ের মাঝে আছে অপূর্ব সুন্দর একটি লেক যার কথা হয়তো অনেকে জানেনা


ভাটিয়ারীর পাহাড়ের মাঝে আছে অপূর্ব সুন্দর একটি লেক যার কথা হয়ত অনেকে জানেনা। সেনাবাহিনীর এলাকার মাঝেই পড়েছে লেকটি। তাই যেমন পরিচ্ছন্ন তেমনি সুন্দর পরিবেশ, আবার নিরাপত্তা নিয়ে কোন দুশ্চিন্তাও নেই এখানে। চট্টগ্রাম সিটি গেট থেকে এই লেকের দূরত্ব মাত্র ২০ মিনিটের। তাই চট্টগ্রাম ভ্রমণে এই জায়গাটি বাদ দেওয়া যাবেনা কোন ভাবেই।
পাহাড়ে ঘেরা ভাটিয়ারী।
চারিদিকে পাহাড়ের নৈস্বর্গিক সৌন্দর্য, উদার বিশাল আকাশ মনকে এমনিতেই ভরে তোলে নির্মল আনন্দে। বর্ষায় লেকের রূপ আরও কয়েকগুণ বেড়ে যায়। বস্তুত এখন থেকেই পানি বাড়তে শুরু করেছে লেকে। সাথে বেড়ে চলেছে এর মাধুর্য।
লেকের পাশেই রয়েছে গলফ ক্লাব যেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স চলে। লেকের পানির স্বচ্ছতা নিঃসন্দেহে মুগ্ধ করবে আপনাকে। আপনি ভুলে যাবেন যান্ত্রিক শহরের যত ক্লান্তি, শ্রান্তি।
রয়েছে বোটে ঘুরে বেড়ানোর ব্যবস্থা।
আপনি চাইলে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন লেকে। মাছ ধরতে পারবেন। ভাটিয়ারীর সান পয়েন্ট থেকে দেখতে পারবেন অসাধারণ একটি সূর্যাস্ত যা হয়ে থাকবে চিরস্মরণীয়। বন্ধুরা মিলে বেড়াতে যেতে পারেন আবার পারিবারিক ভ্রমণের জন্যেও চমৎকার জায়গাটি। একা একা চুপচাপ নিজের সাথে সময় কাটাতে চাইলেও ভাটিয়ারী মন্দ নয়।

মন্তব্যসমূহ