কবিতা "তুমি বন্ধু কই "লেখক মোঃ তাহিম বাদশা

                 তুমি বন্ধু কই
            মোঃ তাহিম বাদশা
 

শহর জুড়ে হাজার মানুষ লক্ষের
চোয়া চুই, হাত বাড়ায় দেখি তুমি বন্ধু কই।

স্বপনের কল্পকাহিনীতে হয় কাল্পনিক
চোয়া চুই, হাত বাড়ায় দেখি তুমি বন্ধু কই ।

কল্পকাহিনীতে রঙ্গোমহল রংগের চোয়া চুই,
হাত বাড়ায় দেখি তুমি বন্ধু কই ।

মহলে মহলে আনন্দমহল আনন্দের
চোয়া চুই, হাত বাড়ায় দেখি তুমি বন্ধু কই।

আজ চারদিকে শুধু কই কই কই চলো
বন্ধু নিরবে বসে দুইজন স্বপনের কথা
কই(বলি।।

মন্তব্যসমূহ