![]() |
লুকিয়ে রাখা ভালোবাসা |
তোমাকে ভালোবাসি বলেই এত রাগ করি........!
যখন তুমি অন্য কারোর সাথে থাকো তখন আমার খুব কষ্ট হয়,কিন্তু তুমি বোঝা না আমার কষ্ট লাগাটা......!
দুজনের মাঝে কখনো দূরত্ব হবে এটা আমি ভাবতেই পারি না, ভাবলে মনে অদৃশ্য রক্ত ক্ষয় হয়। তোমাকে হারানোর কথা ভাবতেই চোখে জল চলে আসে..........!
আমার ভালোবাসাকে তোমার কাছে সব সময় পাগলামো মনে হয়.......!
তোমার অবহেলা গুলো আমাকে খুব কষ্ট দেয়......!
কাউকে বেশি ভালোবাসলে তাকে হারানোর ভয়টাও বেশি হয়, তাই তোমাকে হারানোর ভয়টাও বেশি কাজ করে.........!
মন্তব্যসমূহ