Sheikh Tahim Habib
আমরা পরিবেশ নিয়ে কত টুকো সচেতন???
.যদি কোন সমীক্ষা চালানো হয় তবে দেখবেন মোট জনসংখ্যার ১ % এর চেয়ে ও কম।
কেন এই রকম অবস্থা? মোট জনসংখ্যার প্রায় ৫১ %, এর অধিক জনবল তো শিক্ষিত তবুও কেন!
.কারণ আমাদের পরিবেশ নিয়ে তেমন একটা ক্যাম্পেইন হয় না দুইএকটা যা হয় তা ও মানুষ অনুসরণ করতে নারাজ।
দেখবেন দেশের বেশির ভাগ উপজেলার নিকটস্থ মহাসড়কের পাশে ময়লা ফেলে নোংরা পরিবেশ তৈরী করে রেখেছে! এই ময়লা গুলো দ্বারা বায়ু দূষণ ও পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে? বায়ু দুষণ এর ফল তো আপনার জানেন এবং দেখছেন।
যাই হোক আমার যা প্রশ্ন
এই নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই,
কিন্তু কেনো আমাদের কি দেশ প্রেমের অভাব?
যারা নিজেকে দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে তারা কি এটা নিয়ে কিছু করতে পারে না?
তারা কি শুধু মানুষকে সব সময় নোংরা রাজনীতি আর ধর্ম বিভাজন নিয়ে পড়ে থাকবে? এদের কি এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে না?
. তবে আমি এটা বললে ও ভুল হবে কিছু কিছু মানুষ তো এইগুলা নিয়ে কাজ করছে কিন্তু তা যথেষ্ট নয়।
আবার, দেখবেন কিছু লোক যেখানে সেখানে ময়লা ফেলে পরিষ্কার স্থানকে ও অপরিষ্কার করে ফেলে।
তারা কি জানে না?
.পরিবেশ দূষণ থেকে বায়ু দুষণ, বায়ু দুষণ থেকে তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন থেকে নানান প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে?
আমরা কি দূষণমুক্ত বাংলাদেশ এর বিপ্লব করতে পারি না ?।
.হুম যাবে তবে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে।
মন্তব্যসমূহ