কবিতা কি জানি কি লেখক Mrt Tahim Habib

অনেক দিন হলো দেখা হয় না। চাঁদ দেখা দুইজনের মিলনের গল্পের, কথা হয় না। এই যেন আকাশের মেঘ, সকালের এক রং তো রাতে অন্য রং। কথা হয়েছিল, এইজীবনে যাবো অনেক দূর একসঙ্গে, জীবনে হয় তার উল্টো টা। এই যেন বঙ্গভঙ্গ, ভেঙ্গে গেছে তো যুক্ত হওয়ার কোন গন্ধই নেই। যদি ব্রিটিশ হয়তাম, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত করে, যুগের পর যুগকাটিয়ে দিতাম। তাহলে আর কল্পনায় কাউকে বাঁচিয়ে রাখা লাগতো না, লাগতো না মধ্যে রাতে, কল্পনার জগতে বাসতে

মন্তব্যসমূহ